অনলাইন ডেস্ক:
মৌলভীবাজারের জুড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুুপুরে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি সুজাউদ্দৌলা, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপ-সমন্বয়কারী, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ,জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ। এবারের আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ এবং স্লোগান ছিল “সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে”।