শেরপুর জেলা প্রতিনিধি :
জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক বলেছেন, আমার জীবনের শেষদিন পর্যন্ত আমি শেরপুরের মানুষের সেবা করে যেতে চাই। মানুষ আমাকে এতো ভালবাসে, তা অসুস্থ হয়ে বুঝতে পেরেছি। শেরপুরের মানুষ আমাকে ভালবেসে ৬বার তাদের প্রতিনিধি বানিয়ছ্নে। জনগণের ভালোবাসার এ ঋণ আমি কোনদিনই শোধ করতে পারবনা। হুইপ আতিক ১ নভেম্বর শেরপুর জিকে স্কুল মিলনায়তনে শেরপুরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিকদের উদ্যোগে শুকরিয়া ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আতিউর রহমান মডেল কলেজের অধ্যক্ষ গোলাম হাসান সুজনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, শেরপুর মডেল কলেজের অধ্যক্ষ তপন সারোয়ার, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মহসিন আলী আকন্দ, ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ আব্দুল হামিদ, ইসলামিক গণশিক্ষা ফাউন্ডেশনের প্রতিনিধি নজরুল ইসলাম, ওলামা লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, কওমী মাদ্রাসার পক্ষে মাওলানা সিদ্দিকুর রহমান, দাখিল আলিম মাদ্রাসার পক্ষে মাওলানা ফজলুর রহমান, রোটারী ক্লাবের পক্ষে অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ইশরাত জাহান সম্পা প্রমুখ।