Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জামালপুরের মানুষের জনপ্রিয় নেতা অধ্যাপক মো:সুরুজ্জামান

জামালপুরের মানুষের জনপ্রিয় নেতা অধ্যাপক মো:সুরুজ্জামান

জামালপুর প্রতিনিধিঃ আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে প্রায় ডজন খানেক প্রার্থী দলীয় মনোনয়ন পেতে চেষ্টা তদবিরে মাঠে নেমেছেন। রাস্তার দুই পাশে বিভিন্ন ফাঁকা জায়গায় ব্যানার ফেস্টুন সাঁজিয়ে জানান দিচ্ছেন নিজের প্রার্থীতা। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতেও মনোনয়ন পাওয়ার প্রচারানা জমে উঠেছে।এদিকে বিভিন্ন হোটেল ও চায়ের দোকানে দিন রাত সবার মুখে জামালপুরের মাটি ও মানুষের নেতা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অধ্যক্ষ মোঃ সুরুজ্জামানের নাম ফুটে উঠেছে।
জামালপুর পৌরসভার রাস্তা ও ড্রেনের অবস্থা যেমনটাই থাকুক প্রার্থীরা নিজেদের অবস্থানের কথা জানিয়ে দিচ্ছেন ফেসবুকসহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে। এই পর্যন্ত প্রায় ১১জন প্রার্থীর নাম শোনা গেলেও এক সময়ের রাজপথ কাপাঁনো সেই সুরুজ্জামানের নামটাই বেশি উচচারিত হচ্ছে।অধ্যাপক সুরুজ্জামানের পিতা মরহুম আবুল হোসেন ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তার বাড়ি জামালপুর শহরের বন্দের বাড়ি গ্রামে । তিনি  ১৯৭২ ইং সন থেকে ১৯৭৮ইংসন পর্যন্ত জামালপুর মহকুমা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং ১৯৭৮ইং সন থেকে ১৯৯৭ইং সনের ২৯শে ডিসেম্বর পর্যন্ত জামালপুর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি হিসাবে আমৃত্যু দায়িত্ব পালন করেন ও জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন।তিনি ৬ মার্চ, ১৯৬৫ইং জন্ম গ্রহন করেন। ১৯৮০ইং সালে জামালপুর নতুন হাই স্কুল থেকে এসএসসি,  ১৯৮২ইং সালে  জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, ১৯৮৬ইং সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গণিত নিয়ে বিএসসি সম্মান ও একই বিশ্ববিদ্যালয় হতে১৯৮৯ইং সালে এমএসসিও পাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা কালীন সময়ে তার অবস্থান ছিল রাজনীতির পুণ্যভুমি খ্যাত স্যার সলিমুল্লাহ হল।তাঁর স্কুল ও কলেজ জীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়তা ছিল চোখে পড়ার মত। বিশ্ববিদ্যালয় জীবনে জাসদ ছাত্রলীগের সলিমুল্লাহ হল শাখার সাধারণ সম্পাদক, সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন । স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় অংশ গ্রহন করেন। ১৯৯১ইং সনে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ডের আহবায়ক হিসাবে দায়িত্ব পালন। ১৯৯২ইং সনে জামালপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহন। ঐ সময়ে জামালপুর জেলা যুবলীগের সভাপতি ছিলেন মির্জা আজম এমপি ও সাধারণ সম্পাদক ছিলেন এডভোকেট আমান উল্লাহ আকাশ। পরবর্তীতে জামালপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এবং ১৯৯৬ইং সনে সম্মেলনের মধ্য দিয়ে জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০০৩ইং সনে জামালপুর জেলা যুবলীগের আহবায়ক হিসাবে দায়িত্ব পালন ও একই বছর যুবলীগ থেকে অবসর ও জামালপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহন করেন। বর্তমানে জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। রাজনীতির বাইরে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত। এছাড়াও সাংবাদিকতার সাথে দীর্ঘ দিন থেকে জড়িত। বর্তমানে জামালপুর জেলা হতে প্রকাশিত “দৈনিক জামালপুর প্রতিদিন” পত্রিকার  প্রকাশক ও সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন ।

About Syed Enamul Huq

Leave a Reply