Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু

জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু

অনলাইন ডেস্ক:

একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১১টায় শুরু হওয়া এ অধিবেশনে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরুর পর বিলের ওপর জনমত যাচাই শুরু হয়েছে।

সংক্ষিপ্ত এ অধিবেশনকে কেন্দ্র করে সংসদ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিষিদ্ধ করা হয়েছে সভা-সমাবেশ। আর সংসদে অংশগ্রহণকারী এমপিদের করোনা পরীক্ষারও ব্যবস্থা নেওয়া হয়েছে। যা এক সপ্তাহ চলতে পারে বলে জানা গেছে।

অধিবেশনের শুরুতেই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ ছাড়া অধিবেশনে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব, জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি ৭১), উপস্থাপনীয় কাগজপত্র ও কমিটির রিপোর্ট উপস্থাপন, বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন এবং আইন প্রণয়ন কার্যাবলী নিয়ে আলোচনা শুরু হবে।

About Syed Enamul Huq

Leave a Reply