জাতীয় সংসদের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। আজ বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১টা ১০ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এর আগে সকাল ১০টায় কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক বসে। সেখানে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন, কার্যদিবস ইত্যাদি নির্ধারিত হয়।
বৈঠকে স্পিকারের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দল জাতীয় পার্টির উপনেতা জি এম কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বর্ষীয়ান পার্লামেন্টারিয়ান আমির হোসেন আমু, শেখ ফজলুল করীম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যগণ, চার জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন। পরে স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত করেন। তারা হলেন- এমপি এ এইচ এন আশিকুর রহমান, এমপি আসাদুজ্জামান নূর, এমপি মকবুল হোসেন, এমপি কাজী ফিরোজ রশীদ এবং সংরক্ষিত আসনের এমপি বেগম কানিজ ফাতেমা।
সূত্র: কালের কন্ঠ অনলাইন