Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু, চলবে ৯ এপিল পর্যন্ত
--ফাইল ছবি

জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু, চলবে ৯ এপিল পর্যন্ত

অনলাইন ডেস্ক:

জাতীয় সংসদের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। আজ বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১টা ১০ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এর আগে সকাল ১০টায় কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক বসে। সেখানে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন, কার্যদিবস ইত্যাদি নির্ধারিত হয়।

বৈঠকে স্পিকারের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দল জাতীয় পার্টির উপনেতা জি এম কাদের, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বর্ষীয়ান পার্লামেন্টারিয়ান আমির হোসেন আমু, শেখ ফজলুল করীম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তাদের মধ্যে অগ্রবর্তী জন স্পিকারের দায়িত্ব পালন করবেন।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply