Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ, পালিত হচ্ছে কুমিল্লায়

জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ, পালিত হচ্ছে কুমিল্লায়

অনলাইন ডেস্ক:

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী। জাতীয় কবির স্মৃতিবিজড়িত কুমিল্লায় দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কবির মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসন, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র এবং নজরুল পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় চেতনায় নজরুল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে শিশু-কিশোরদের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা এবং বিকেল ৫টায় আলোচনা, পুরস্কার বিতরণ এবং নজরুল সংগীতানুষ্ঠান।

জাতীয় কবি ১৯২১ থেকে ১৯২৪ সাল পর্যন্ত পাঁচবার এসে ১১ মাস কুমিল্লায় অবস্থান করেন।

এ সময় তিনি মুরাদনগর উপজেলায় দৌলতপুরে আলী আকবর খান এবং শহরের কান্দিরপাড়স্থ ইন্দ্র কুমার সেনের বাড়িতে অবস্থান করেন। কুমিল্লা অবস্থানকালে তিনি বিয়েবন্ধনেও আবদ্ধ হন। কবি কুমিল্লায় অবস্থানকালে দৌলতপুরে আলী আকবর খানের বাড়িতে পুকুরপাড়ে এবং শহরের রাণীর দীঘি, ঝাউতলা, রাণীর বাজার সড়কের বিভিন্ন স্থানে কবির লেখা কবিতা এখনো স্মৃতি হয়ে আছে।

কুমিল্লা সিটি করপোরেশনের সহায়তায় শহরের বিভিন্ন স্থানের কবির স্মৃতিচিহ্ন পুনঃসংস্কার করা হয়।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply