Thursday , 20 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘ছোট দুর্নীতি হলে আগে খবর পাই, বড় দুর্নীতির অভিযোগই হয় না’
--সংগৃহীত ছবি

‘ছোট দুর্নীতি হলে আগে খবর পাই, বড় দুর্নীতির অভিযোগই হয় না’

অনলাইন ডেস্কঃ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন বলেছেন, ‘ছোট দুর্নীতি হলে আমরা আগে খবর পাই। কিন্তু সমঝোতার মাধ্যমে যে দুর্নীতি হয়, অর্থাৎ বড় দুর্নীতি, সেটার অভিযোগই হয় না। ঠিকাদার, দপ্তরপ্রধান কিংবা সাংবাদিক খবর দেন না।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার গতকালের ভাষণের বড় একটা অংশ ছিল দুর্নীতি। আজকের জেলা প্রশাসক সম্মেলনে সবচেয়ে বড় বার্তা ছিল পেছনের দুর্নীতি দমনের চেয়ে, সামনে যেন দুর্নীতির না হয়।’তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য বর্তমানের দুর্নীতি যেন বন্ধ করতে পারি, পুরনোগুলোর তদন্ত ও বিচারকাজ অল্প সময়ের মধ্যে শেষ করতে পারি। দুদক মূলত ৯০ থেকে ৯৫ শতাংশ সময় ব্যয় করে পুরনো দুর্নীতি নিয়ে।

কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন, পুরনো দুর্নীতি নিয়ে ২০ শতাংশ, বর্তমানের দুর্নীতি নিয়ে ৩০ শতাংশ এবং ভবিষ্যতের দুর্নীতি প্রতিরোধ করার জন্য ৫০ শতাংশ ব্যয় করা উচিত। আমরা এই নির্দেশনা গ্রহণ করেছি। ওই নির্দেশনা জেলা প্রশাসককেও দিয়েছি।’

About Syed Enamul Huq

Leave a Reply