মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ঐক্যফ্রন্টের সংসদ সদস্য (এমপি) সুলতান মনসুরকে শুক্রবার (১ সেপ্টেম্বর) ঢাকায় ছাত্রলীগের সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠানে দেখা গেছে। এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন করে তাঁকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।
সুলতান মনসুর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি। গত সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি নেতা এম এম শাহীন নৌকা প্রতীকে নির্বাচন করে হেরে গেছেন। সুলতান মনসুর ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হন। নির্বাচনে সুলতান মনসুর ৭৯ হাজার ৭৪২ ভোট পান। আর এম এম শাহীন পান ৭৭ হাজার ১৭০ ভোট।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সেখানে ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন সুলতান মনসুর। প্রধানমন্ত্রীর সঙ্গে ওই অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে নতুন করে আলোচনায় আসেন সুলতান মনসুর।
২০০২ সালে আওয়ামী লীগের সম্মেলনে তাঁকে সাংগঠনিক সম্পাদক করা হয়। ১৯৯৬ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদে কাদের সিদ্দিকীর নেতৃত্বে প্রতিরোধ আন্দোলনেও যোগ দিয়েছিলেন তিনি।