Wednesday , 2 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

কুমিল্লা প্রতিনিধি:
চৌদ্দগ্রামে মালবাহী ট্রেলারের সজোরে ধাক্কায় ট্রাক উল্টে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক মোটরসাইকেল আরোহীর উপর গিয়ে পড়ে। এই দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তারা হলেন ট্রেলারের চালক (৩৫), ট্রাকের হেলপার (৫০) এবং দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহী (৩৫)।
আজ ২০ এপ্রিল মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার এসআই মোঃ আইয়ুব আলী জানান, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকামুখী একটি ট্রেলার পিছন থেকে সজোরে ধাক্কায় ঢাকামুখী আরেকটি ট্রাক উল্টে সড়কের পাশে পড়ে যায়। ট্রাক উল্টে পাশে একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক মোটর সাইকেল আরোহী উপরে গিয়ে পড়ে।এ দুর্ঘটনায় সময় ট্রেলারের চালক, দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহী ও ট্রাকের হেলপার নিহত হয়। তাৎক্ষণিক ভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

About Syed Enamul Huq

Leave a Reply