Saturday , 23 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
চেয়ারম্যানকে মাদক ব্যবসায়ীর প্রাণ নাশের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

চেয়ারম্যানকে মাদক ব্যবসায়ীর প্রাণ নাশের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহ্ আলমকে এক মাদক ব্যবসায়ীর দেওয়া প্রাণ নাশের হুমকির প্রতিবাদে ও হুমকিদাতা মাদক ব্যবসায়ীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ফরিদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে এই সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান জিলন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুক্তি মাহমুদ খোকা, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক কাসেম, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রেফায়েত উল্লাহ্ সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ ও বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও টিভি মিডিয়ার সাংবাদিকগণ। উল্লেখ্য, গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুর ইউনিয়নের স্থানীয় জনতা মাদক ব্যবসায়ী হানিফকে ইয়াবা বিক্রির সময় ৭ পিস ইয়াবা সহ হাতেনাতে আটক করে। পরে স্থানীয় জনতা মাদক ব্যবসায়ী হানিফকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শাহ্ আলম চেয়ারম্যানের কাছে নিয়ে আসলে, চেয়ারম্যান মাদক ব্যবসায়ী হানিফকে পুলিশে সোপর্দ করে। এরই জের ধরে হানিফ মিয়ার শ্যালক প্রভাব শালী মাদক ব্যবসায়ী খায়রুল আলম (ধন মিয়া) চেয়ারম্যানকে মোবাইল ফোনে প্রাণ নাশের হুমকি সহ বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে । খাইরুল আলম (ধন মিয়া) পাশবর্তী ইউনিয়ন গোবরিয়া-আব্দুল্লাপুর ইউনিয়নের পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে এর আগেও জাল স্ট্যাম্প, জাল টাকা ও মহাজনী সুদের ব্যবসায় সহ অসংখ্য অভিযোগ আছে। এই সংবাদ সম্মেলনের আগে কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন চেয়ারম্যান মোহাম্মদ শাহ্ আলম।

About Syed Enamul Huq

Leave a Reply