Saturday , 12 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
চীনের পাল্টা আঘাত : কাল থেকে যুক্তরাষ্ট্রের পণ্যে ৮৪ শতাংশ শুল্ক
--চীনা ১০০ ইউয়ান নোট (লাল) ও যুক্তরাষ্ট্রের ১০০ ডলার নোট। ছবি : এএফপি

চীনের পাল্টা আঘাত : কাল থেকে যুক্তরাষ্ট্রের পণ্যে ৮৪ শতাংশ শুল্ক

অনলাইন ডেস্কঃ
যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পর বেইজিং বুধবার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত পণ্যের ওপর শুল্ক ৩৪ থেকে বাড়িয়ে ৮৪ শতাংশ করবে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কসংক্রান্ত সর্বশেষ পদক্ষেপ বুধবার কার্যকর হয়, যা বিশ্বের বেশ কয়েকটি প্রধান বাণিজ্যিক অংশীদারের ওপর প্রযোজ্য, যার মধ্যে চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ১০৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। পরে চীনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত পণ্যের ওপর অতিরিক্ত শুল্কহার ৩৪ থেকে বাড়িয়ে ৮৪ শতাংশ করা হবে।’ এই সিদ্ধান্ত স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে।

চীন অতীতেও শুল্ক বৃদ্ধির বিরোধিতা করেছে এবং বুধবার জানিয়েছে, তারা তাদের স্বার্থ রক্ষায় ‘দৃঢ় ও জোরালো’ পদক্ষেপ নেবে। তাদের বিবৃতিতে আরো বলা হয়, ‘চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির এই পদক্ষেপ একের পর এক ভুল সিদ্ধান্ত এবং এটি চীনের বৈধ অধিকার ও স্বার্থের চরম লঙ্ঘন।’ওয়াশিংটনের এই পদক্ষেপ ‘বহুপক্ষীয় নিয়মভিত্তিক বাণিজ্যব্যবস্থাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে’ বলেও চীনের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ ঝিওয়েই ঝাং বলেন, ‘চীন আজ স্পষ্ট বার্তা দিয়েছে, সরকার তাদের বাণিজ্যনীতি নিয়ে অনড় অবস্থানে রয়েছে।

বর্তমান বাণিজ্য সংঘাত থেকে দ্রুত ও সহজ সমাধানের কোনো সম্ভাবনা আমি দেখি না।’তিনি আরো বলেন, ‘এই সংঘাতের প্রভাব শিগগিরই দুই দেশের অর্থনীতিতে দৃশ্যমান হবে। আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ভবিষ্যৎ এখন অত্যন্ত অনিশ্চিত।’এ ছাড়া চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানায়, তারা যুক্তরাষ্ট্রের ছয়টি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে, যার মধ্যে রয়েছে শিল্ড এআই ইনকরপোরেশন ও সিয়েরা নেভাডা করপোরেশন।
বিবৃতিতে বলা হয়, এই প্রতিষ্ঠানগুলো হয় তাইওয়ানে অস্ত্র বিক্রি করেছে, নয়তো দ্বীপটির সঙ্গে ‘সামরিক প্রযুক্তি’ সহযোগিতায় যুক্ত ছিল।
সূত্রঃ এএফপি

About Syed Enamul Huq

Leave a Reply