অনলাইন ডেস্ক:
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
বিএনপি মহাসচিবের একান্ত সহকারী মো. ইউনুস আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্যার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। সিঙ্গাপুর ফারার পার্ক হসপিটালে তিনি চিকিৎসা নেবেন।’
ফখরুলের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন। তবে তাঁরা কত দিন থাকবেন, তা জানা যায়নি। কভিড-১৯ পরিস্থিতির কারণে সিঙ্গাপুরে পৌঁছে তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
বিএনপি সূত্র জানায়, মির্জা ফখরুল উচ্চ রক্তচাপ, আইবিএস, মেরুদণ্ড, দাঁতের সমস্যা, ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লকসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত। কয়েক বছর ধরে চিকিৎসা নিতে সিঙ্গাপুর যাচ্ছেন ফখরুল।
সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে সিঙ্গাপুর যান তিনি। ব্যস্ততা ও করোনার কারণে তার নিয়মিত চিকিৎসা ইতোমধ্যে ব্যাহত হয়েছে।