Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
চায়না প্রতিনিধি দলের “বারি” পরিদর্শন
--প্রেরিত ছবি

চায়না প্রতিনিধি দলের “বারি” পরিদর্শন

গাজীপুর প্রতিনিধি:

ইউনান একাডেমি অফ এগ্রিকালচারাল সাইন্স (YAAS), চায়না প্রতিনিধি দল আজ ০৫ নভেম্বর, ২০২৩ রবিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি ) পরিদর্শন করেন। YAAS প্রতিনিধি দলটি বারি সদর দপ্তরের সামনে এসে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি’র মহাপরিচালকের সভাকক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মত বিনিময় অনুষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠানের কার্যপরিধি উপস্থাপন করেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এবং YAAS একাডেমির সহকারী অধ্যাপক ড. ইয়াং লিউ (Dr. Ying Liu) ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. নজরুল ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মুন্সী রাশীদ আহমদ, YAAS একাডেমির ভাইস প্রেসিডেন্ট/প্রফেসর ড. জিওলিন লি (Dr. Xiaolin Li), ডিরেক্টর/প্রফেসর ইন্টারন্যাশনাল কো-অপারেশন ডিভিশন (YAAS) ড. ইয়ানজি লো (Dr. Yanjie Luo), ডিরেক্টর সাইন্স এন্ড টেকনোলজি ট্রান্সফার ডিভিশন (YAAS) মিসেস ইউ চেন (Ms. Yu Chen)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সবজি বিভাগ) ড. একেএম কামরুজ্জামান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. নির্মল কুমার দত্ত, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. আশরাফ উদ্দিন আহমেদ, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (জীব প্রযুক্তি বিভাগ) ড. মাহমুদা খাতুন এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (ফুল বিভাগ) ড. ফারজানা নাসরীন খান। অতিথিবৃন্দ ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।

About Syed Enamul Huq

Leave a Reply