অনলাইন ডেস্ক:
আগামী ২৯ মে থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে আবারও যাত্রীবাহী রেল চলাচল শুরু হতে যাচ্ছে। এ ছাড়া যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস আগামী ১ জুন থেকে চলাচল শুরু করবে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
হাইকমিশনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস ২৯ মে থেকে আবার চালু হবে।
মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে যাত্রা শুরু করবে এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে তার যাত্রা শুরু করবে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নিউ জলপাইগুড়ি-ঢাকার মধ্যে মিতালি এক্সপ্রেস ১ জুন থেকে ভারত ও বাংলাদেশের রেলমন্ত্রীদের ভার্চুয়াল লঞ্চের পর নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করবে।
সূত্র: কালের কন্ঠ অনলাইন