চট্টগ্রাম প্রতিনিধি: চাকরি দেওয়ার কথা বলে দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের কাছ থেকে ৭০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। ইব্রাহীম নামের একজনকে গ্রেফতার করেছএই চক্রটি। বাংলাদেশ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা পরিচয়ে ও ১ জন মহিলাকে বাংলাদেশ ব্যাংকের এইচআর, এ্যাডমিন হিসেবে পরিচয় দিয়ে প্রতারক চক্রটি ২০১৫ সাল থেকে মোটা অংকের এ টাকা হাতিয়ে নেয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে নগরীর চাঁন্দগাও থানাধীন পাকা দোকান এলাকা থেকে তাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশের (বন্দর জোন) একটি টিম।
নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর জোন) এসএম মোস্তাইন হোসেন জানান, গ্রেফতার ইব্রাহীম প্রতারক চক্রের মূল হোতা। মূলত ইন্টারভিউ নিয়ে এপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে ইব্রাহিম গংরা বেকার যুবকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এ পর্যন্ত প্রায় ২০ জন যুবক তাদের প্রতারণার শিকার হয়েছে।
তিনি আরো জানান, প্রতারক চক্রটি একেক জনের কাছ থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা ও সর্বনিম্ন ১ লাখ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। প্রতারক ইব্রাহীমের বিরুদ্ধে দেশের দেশের বিভিন্ন আদালতে ৫ টি প্রতারণার মামলা রয়েছে জানান।