লক্ষীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫ নং লাহারকান্দি ইউনিয়নে এ রব উচ্চ বিদ্যালয় নিয়ে অপপ্রচারে নেমেছে একটি মহল।
উন্নয়ন বঞ্চিত অবহেলিত এ বিদ্যালয়টি নানান সমস্যায় জর্জরিত।
বর্তমান সভাপতি ফাহিম কামাল চৌধুরী উপল দায়ীত্ব নেয়ার পর থেকে এক এক করে সমস্যা সমাধানে মনোযোগ দেন।
ইতিমধ্যে এমপির বরাদ্দ থেকে স্কুলের পুরাতন ভবন মেরামতের জন্য ২০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়।
একটি নতুন বহুতল ভবন ২০১৮ সালে তৎকালীন বিমান ও পর্যটন মন্ত্রী বীরমুক্তিযুদ্ধা একেএম শাজাহান কামাল বরাদ্দ দিলেও সাবেক প্রধান শিক্ষকের অদক্ষতা ও স্থান দিতে না পারায় তা করা সম্ভব হয়নি।
ফাহিম কামাল চৌধুরী উপল দায়িত্ব নেয়ার পর যায়গা সমস্যার সমাধান করা সহ আবারো বহুতল ভবন নির্মানের উদ্যোগ নেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান ম্যানেজিং কমিটির নির্বাচনে ফরম বিক্রির টাকায় নির্বাচনী ব্যায় বহনের সিদ্ধান্ত নেয়া হয়, যাতে করে অবহেলিত বিদ্যালয়ের ফান্ড থেকে খরচ করতে না হয়। সরকারের উন্নয়ন দেখে গায়ে এলার্জি হওয়া কিছু লোক বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করতে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে অপপ্রচার করছে। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফাহিম কামাল চৌধুরী উপল মুঠোফোনে জানান, স্কুলের যায়গা জমিন নিয়ে বিরোধ ছিলো, আমি দায়িত্ব নেয়ার পর তা সমাধান করেছি।শিক্ষার পরিবেশ তৈরী ও ভালো ফলাফলের জন্য অভিভাবকদের সাথে নিয়ে কাজ করছি।বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে সংসদ সদস্যর বরাদ্দ থেকে বরাদ্দ দেয়া হয়েছে। একটি মডেল বিদ্যালয় হিসাবে এ রব উচ্চ বিদ্যালয়কে গড়ে তোলাই আমার লক্ষ্য। অভিভাবক ও এলাকাবাসীর দাবী বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ সুন্দর খেলারমাঠ ওয়াবদাপাড়ের নান্দনিক পরিবেশে লেখাপড়ার উপযোগী একটি আদর্শ শিক্ষাঙ্গন হিসাবে এ রব উচ্চ বিদ্যালয়কে গড়ে তোলা।