Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
চসিক’র অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
--প্রেরিত ছবি

চসিক’র অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

চট্রগ্রাম প্রতিনিধি: চট্রগ্রাম সিটি করপোরেশনের বায়েজিদ থানাধীন মোহাম্মদনগর হাউজিং সোসাইটির সড়কের পাশে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে।গতকাল সোমবার স্পেশাল ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌস এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার এ অভিযানে নেতৃত্ব দেন। সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ড্রেনের ওপর থেকে শতাধিক পাকা,আধা-পাকা দোকান ঘর ও অবৈধ স্থাপনা স্কেভেটারসহ আধুনিক যন্ত্রপাতি দিয়ে উচ্ছেদ করা হয়। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্য, আনসার ব্যাটালিয়নের ৩০ সদস্য ও করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের নির্দেশে নগরবাসীর দুর্ভোগ কমিয়ে নির্বিঘ্নে হাঁটাচলার সুবিধার্থে নগরের সড়ক-ফুটপাত, নালা, খাল অবৈধ দখলমুক্ত রাখতে প্রচার-প্রচারণা চালানো হয়। অবৈধ দখলদারদের সরে যেতে সময় দেওয়া হয়। এ আহ্বানে সাড়া না দেওয়ায় চসিক জনস্বার্থে প্রশাসকের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About Syed Enamul Huq

Leave a Reply