অনলাইন ডেস্ক:
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে আজগর আলী বাবুল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় পাঠানটুলী ওয়ার্ডের মোগলটুলী এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, রাতে দুই কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদের ও নজরুল ইসলাম বাহাদুরের সমর্থকরা প্রচারণা শুরু করে। প্রচারণার এক পর্যায়ে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। ওই ব্যক্তি নজরুল ইসলাম বাহাদুরের সমর্থক বলে পুলিশ নিশ্চিত করেছে।
এ ব্যাপারে মহানগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) ফারুক উল হককে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। একইভাবে ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ ফোনে সাড়া দেননি। তবে পুলিশের অন্য কর্মকর্তারা হত্যাকাণ্ড, সংঘাতের তথ্য নিশ্চিত করেন।