চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নবনির্বাচিত ১২ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শপথ নিয়েছেন। গতকাল মঙ্গলবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসে তারা এ শপথ গ্রহণ করেন। তাদেরকে শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মো. মমিনুর রহমান। আগামী পাঁচ বছরের তারা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে জনগণের সেবায় নিয়োজিত থাকবেন।
শপথ নেওয়া উপজেলার ১২ ইউপি চেয়ারম্যানরা হলেন, বাগান বাজার ইউনিয়নের শাহাদাত হোসেন সাজু, দাঁতমারা ইউনিয়নের জানে আলম, নারায়ণহাটের আবু জাফর মাহামুদ, হারুয়ালছড়ির ইকবাল হোসেন চৌধুরী, পাইন্দংয়ের এ.কে.এম ছরওয়ার হোসেন স্বপন, কাঞ্চন নগরের কাজী মোহাম্মদ দিদারুল আলম, সুন্দরপুরের মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী, রোসাংগীরির সোয়েব আল সালেহীন, সমিতিরহাটের হারুন অর রশিদ ইমন, ধর্মপুরের কাজী মাহমুদুল হক, জাফতনগরের জিয়া উদ্দিন জিয়া ও আব্দুল্লাহপুর ইউনিয়নের ওহিদুল আলম।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মমিনুর রহমান নির্বাচিত চেয়ারম্যানদের স্ব-স্ব ইউনিয়নে সরকারের চলমান কাজগুলো সততার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান। শপথবাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর তৃতীয় ধাপে উপজেলার ১২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। সারাদেশে ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ভোটগ্রহণ হবে ৫ জানুয়ারি। ৯০-তম কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার গত ২৭ নভেম্বর (শনিবার) নির্বাচনের এ তফসিল ঘোষণা করেন। দেখে নিন সেদিন যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।