বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দিকে ঘূর্ণিঝড় ‘রেমাল’ ধেয়ে আসছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।
তবে বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, এটি এখন ঘনীভূত হয়নি। লঘুচাপ সৃষ্টির পর এর গতিপথ সম্পর্কে জানা যাবে।
বৃহস্পতিবার (১৬ মে) এ বিষয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘ঘূর্ণিঝড়ের বিভিন্ন মডেল পর্যবেক্ষণ করে দেখা গেছে, ২১ তারিখের পর দক্ষিণ বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যেটি পরবর্তী সময়ে লঘুচাপে পরিণত হওয়ার আশঙ্কা আছে।’
লঘুচাপ সৃষ্টির পর বলা যাবে।’
এদিকে গতকাল থেকে দেশের পাঁচ বিভাগে তাপপ্রবাহ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। দেশের ৫৮ জেলায় ছড়িয়েছে তাপপ্রবাহ।
এর বাইরে চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং বান্দরবান জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। একই পরিস্থিতি বিরাজ করছে রাজশাহী ও রংপুর বিভাগের বাকি অংশে।