Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঘুর্ণিঝড় মোখার কারণে মহেশখালীর দুটি গ্যাস টার্মিনাল বন্ধ,সংকটে পুরো চট্টগ্রাম
--প্রেরিত ছবি

ঘুর্ণিঝড় মোখার কারণে মহেশখালীর দুটি গ্যাস টার্মিনাল বন্ধ,সংকটে পুরো চট্টগ্রাম

কক্সবাজার প্রতিনিধি:
সাগরে সৃষ্ট মহা প্রবল ঘুর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারের মহেশখালীর দুটি এলএনজি গ্যাস টার্মিনাল সাময়িক বন্ধ রয়েছে । ফলে গ্যাস সংকটে পড়েছে কুমিল্লাসহ পুরো চট্টগ্রাম বিভাগ।
জানা যায় আজ ১৩ মে ২৩ শনিবার থেকে ঘুর্ণিঝড় মোখার কারণে মহেশখালী দুটি এলএনজি গ্যাস টার্মিনাল দুই দিনের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করেছে। মহেশখালীতে গ্যাস টার্মিনালে কর্মরত দায়িত্বরত অফিসার জানিয়েছেন ঘুর্ণিঝড় মোখার কারণে গ্যাস সরবরাহ আপাতত বন্ধ রাখা হয়েছে। কক্সবাজারের  মহেশখালীর দুটি এলএনজি গ্যাস টার্মিনাল হতে দৈনিক ৮৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। তা বন্ধ থাকায় বর্তমানে চট্টগ্রামের বাসাবাড়ি ও ফিলিংস্টেশনে গ্যাস সংকট দেখা দিয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনতা। সকাল থেকে ফিলিংস্টেশনগুলোতে সিএনজির বিশাল লাইন দেখা যায় তারা গ্যাসের জন্য গাড়ি গুলো লাইনে দাঁড়িয়ে রেখেছে তবে ফিলিংস্টেশন কর্তৃপক্ষ বলেছে তাঁদের কাছে কোন গ্যাস নেই। কবে গ্যাস সরবরাহ দিতে পারবে বলে জিজ্ঞেস করা হলে তারা জানান আমাদের কাছে এলএনজি গ্যাসটার্মিনাল হতে ঘুর্ণিঝড় মোখার কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে একটি চিঠি পাঠিয়েছে।  কবে তারা গ্যাস সরবরাহ করবে তা চিঠিতে জানায়নি। প্রসঙ্গত এলএনজি টার্মিনালগুলো রয়েছে কক্সবাজারের মহেশখালীতে। মুলত মহেশখালী হচ্ছে একটি দ্বীপ ও ঘুর্ণিঝড় প্রবণ এলাকা। ঘুর্ণিঝড় বিষয়ে একটু পিছনে তাকালে দেখা যায় ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘুর্ণিঝড়ে সবচেয়ে বেশি প্রাণহানি এবং মালামালের ক্ষতি হয়েছিল এই মহেশখালী উপজেলায়। তাই যে কোন দূর্যোগে সরকার মহেশখালী উপজেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে মনে করে। যে কারণে ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট প্রশাসন সকল প্রকার প্রকল্প বন্ধ রাখার নির্দেশনা দিয়ে থাকে।

About Syed Enamul Huq

Leave a Reply