এম.এ.রহমান সীমান্ত উখিয়া,কক্সবাজারঃ
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ২ হাজার ৭০০ শত পিস,ইয়াবা সহ ৩ মাদক পাচারকারী কে গ্রেফতার করেছে।
২৮ আগষ্ট দিবাগত রাত ১০ টার সময় কক্সবাজার-টেকনাফ সড়কের টিভি রিলে উপকেন্দ্রের বিপরীতে ঘুমধুম রাবার বাগানের পাশে টেকনাফ থেকে ছেড়ে আসা ঢাকাগামী স্বাধীন ট্রাভেলস নামক একটি বাসে তল্লাশী চালায় ঘুমধুম পুলিশের অভিযানিক দল।
এসময় বাসের চালকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকায়িত ২ হাজার ৭০০ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।যার মূল্য ৮ লাখ ১০ হাজার টাকা।
ইয়াবা বহনের দায়ে গ্রেফতারকৃতরা হলেন,ঢাকা জেলার দারুস সালাম থানার লালকুঠির ২৫৭/১ ৩য় কলোনীর বাসিন্দা মৃত আবদুস সালামের ছেলে সাগর আহমদ সাজু(৩৭),যশোর জেলার শার্শা থানার মৃত জিয়াদ হোসেন সর্দারের ছেলে আয়নাল ইসলাম সর্দার(৬৫) ও ভোলা জেলার লাল মোহন থানার বালুর চর বকসি বাড়ির বাসিন্দা আনিসুল করিম বকসির ছেলে মোঃ মমিন(২৪)।
অভিযানে ছিলেন,ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন,এসআই মোঃইউনুস মিয়া, এসআই মোঃআল আমিন,এএসআই শাহাব উদ্দিন, এএসআই অলি উল্লাহ সহ সঙ্গীয় ফোর্স।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে, যার নং-১৬/২০২১ এমনটাই নিশ্চিত করেছেন,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ আলমগীর হোসেন।