২৯ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে ঘুমধুমের বেতবনিয়া বাজারের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা কালে এসব ইয়াবা উদ্ধার এবং সিএনজিসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের পিটিআই স্কুল এলাকার মৃত দুনু মিয়ার ছেলে মন্জুর আলম(৩২) ও কক্সবাজার জেলার উখিয়ার রাজাপালং ইউনিয়নের কাশিয়ার বিল এলাকার আলী আহমদের ছেলে নুরুল আলম(২৯)।ধৃতদের স্বীকারোক্তি মতে তাদের বহনকৃত সিএনজি গাড়ীতে অভিনব কৌশলে লুকায়িত ৯২হাজার পিস ইয়াবা উদ্ধার, একটি সিএনজি জব্দ করা হয়।যার মূল্য
গ্রেফতার অভিযানে সার্বিক নির্দেশক ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন,ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেনের সার্বিক তত্বাবধানে অভিযান পরিচালনায় সাথে ছিলেন এসআই মো.আল আমিন ও নায়েক নাজমুল হোসেন সহ সঙ্গীয় ফোর্স।
এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন,ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।