Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঘুমধুমের কচুবনিয়ায় এপিবিএন পুলিশের লাটিচার্জে আহত-৭

ঘুমধুমের কচুবনিয়ায় এপিবিএন পুলিশের লাটিচার্জে আহত-৭

নিজস্ব প্রতিবেদক,উখিয়া,কক্সবাজারঃ
উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের প্রবেশ মুখের এপিবিএন চেকপোস্টে একটি সিএনজি আটক কে কেন্দ্র করে এপিবিএন পুলিশ সদস্যরা কুতুপালং বাজার ও কচুবনিয়া রাস্তার মাথায় বেধড়ক পিটিয়েছে মানুষদের।কাঠের লাটি দিয়ে এলোপাতাড়ি মারধরের ফলে অন্তত ৭/৮ জন আহত হয়েছে।
৬ অক্টোবর (বুধবার)দুপুরের দিকে এ ঘটনা ঘটিয়েছে এপিবিএন পুলিশের কতিপয় সদস্য।
স্থানীয় প্রতেক্ষ্যদর্শী এবং এপিবিএন পুলিশের কতিপয় সদস্যের হাতে শারীরিক মারধরের শিকার উখিয়ার পালংখালীর নুরুল আমিন(৪০),নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া গ্রামের রবিউল ইসলাম (১৮) ও একই এলাকার স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি মো.সাদেক সহ অনেকেই জানান,দুপুর দেড়টার দিকে কোথায় কি হয়েছে বা কারা কি করেছে জানিনা,কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্প থেকে বাইরে আসা একজন সাদা পোষাকধারীসহ পোষাকধারী ৪/৫ জন এপিবিএন পুলিশ অতর্কিতে আমাদের উপর হামলে পড়ে,বেধড়ক মারধর করে।সিএনজি পার্কিংয়ে যাত্রীর জন্য অপেক্ষমান সিএনজি চালকদের লাটিচার্জ করে।এরপর নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র রোডের প্রবেশমুখে কচুবনিয়া রাস্তার মাথায় বাড়ি ফেরতে গাড়ীর জন্য অপেক্ষামানদের উপরও লাটিচার্জ করা হয়।যুবলীগ নেতা সাদেক আরও জানান,এমন সময় আমাদের উপরও লাটিচার্জ করা হয়।কোন কিছু বুঝে উঠার আগেই এমন ঘটনার শিকার হওয়ায় তারা যথারীতি বিস্মিত। এতে আমি সহ অন্তত ৭/৮ জন কমবেশী আহত হই।আহতরা এপিবিএন পুলিশের অতিউৎসাহী কতিপয় সদস্যের এহেন আচরণে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাপাক্ষোভ বিরাজ করছে।

About Syed Enamul Huq

Leave a Reply