নাগরিক প্ল্যাটফরমের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, রাজনীতিকদের কাছে প্রত্যাশা দেশের স্বার্থে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার জনগণের কল্যাণে কাজ করবে। তিনি বলেন, বাংলাদেশ এখন গণতান্ত্রিক উত্তরণের মাঝখানে আছে। বাংলাদেশে একটি স্বচ্ছ, নিরপেক্ষ, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে- এমন প্রত্যাশা এসডিজি বিষয়ক নাগরিক প্ল্যাটফরমের।
আজ বুধবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে নাগরিক প্ল্যাটফরমের আয়োজনে ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও ন্যায্যতার লক্ষ্যে নাগরিক এজেন্ডা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
মধ্যম আয়ের দেশের ফাঁদ থেকে বাঁচতে হলে বাংলাদেশকে দুই জায়গায় গুরুত্ব দিতে হবে উল্লেখ করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশ এখন উচ্চ আয়ের দেশে যাওয়ার স্বপ্ন দেখছে। এ স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সবার আগে রপ্তানিতে বিচিত্রায়ণ আনতে হবে। পাশাপাশি উৎপাদনশীলতা বাড়াতে হবে।