রাজধানীর মোহাম্মদপুরে ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের অষ্টম তলার ফ্ল্যাট থেকে নিচে পড়ে কিশোরী গৃহকর্মী প্রীতি ওরাংয়ের (১৫) মৃত্যুর ঘটনায় করা মামলা মোহাম্মদপুর থানা পুলিশের কাছ থেকে পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করেছে পুলিশ সদর দপ্তর। গতকাল শুক্রবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবির তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) আশরাফুল হক।
তিনি বলেন, ‘সৈয়দ আশফাকুল হকের বাসা থেকে নারী গৃহকর্মী প্রীতি ওরাং পড়ে গিয়ে মৃত্যুর ঘটনায় হওয়া মামলা তদন্তের দায়িত্ব ডিবিকে দেওয়া হয়েছে। আমরা আসামিদের রিমান্ড থাকা অবস্থায় ডিবি হেফাজতে নিয়েছি।
মোহাম্মদপুর থানা পুলিশের হেফাজতে থাকাকালে আসামিদের জিজ্ঞাসাবাদে কী ধরনের তথ্য পাওয়া গেছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তেমন কোনো তথ্য আমাদের কাছে নেই। মামলাসংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম দেখছে ডিবি।’
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘আমরা হেডকোয়ার্টার থেকে ডিবির কাছে মামলা হস্তান্তরের নির্দেশ পেয়ে এর মধ্যে হস্তান্তর করেছি।
আদালতে মোহাম্মদপুর থানার জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তা মো. হেলাল উদ্দিন বলেন, ‘আমি জেনেছি মামলাটির তদন্তভার ডিবিকে দেওয়া হয়েছে। মামলাটির দুই আসামি চার দিনের রিমান্ডে আছেন।