ইসরায়েলি বাহিনী শুক্রবার টানা চতুর্থ দিনের মতো গাজা উপত্যকায় হামলা চালিয়েছে। এতে ছয় শিশু ও তিন নারী নিহত হয়। ফলে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাতে মোট নিহতের সংখ্যা ৩১-এ পৌঁছেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত চার দিনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ছয় শিশু, তিন নারীসহ ৩১ জন নিহত এবং ৩২ শিশু ও ১৭ নারীসহ আরো ৯৩ জন আহত হয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদগোষ্ঠীর পাঁচ জ্যেষ্ঠ সদস্যও নিহত হয়েছেন। উত্তর গাজায় ইসরায়েলি অভিযানের সময় আহত একজন ফিলিস্তিনি মারা যাওয়ার পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিবৃতি আসে।
এর আগে দক্ষিণ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকায় শুক্রবার ভোরে ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি ‘বশির’ পরিবারের মালিকানাধীন একটি বাড়ি ধ্বংস করে।
আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলো ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও এখন পর্যন্ত তা সফল হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, বিমান হামলাগুলো তাদের অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারোর অংশ, যা মূলত ইসরায়েলি কারাগারে অনশনরত একজন ফিলিস্তিনি বন্দির মৃত্যুর পর গাজা থেকে রকেট ছোড়ার পর শুরু করা আক্রমণ।
সূত্র : আনাদোলু এজেন্সি