চলমান তাপপ্রবাহের কারণে সুপ্রিম কোর্টের (আপিল ও হাইকোর্ট বিভাগ) আইনজীবীদের ক্ষেত্রে কালো গাউন পরার আবশ্যকতা শিথিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের আদেশে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের উভয় বিভাগে মামলার শুনানিকালে আইনজীবীদের গাউন পরিধানের আবশ্যকতা শিথিল করা হলো। এ নির্দেশনা ২১ এপ্রিল (রবিবার) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এর আগে অধস্তন আদালতের বিচারক-আইনজীবীদের কালো কোট ও গাউন পরার আবশ্যকতা শিথিল করা হয়। গত ৪ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছিল সুপ্রিম কোর্ট প্রশাসন। গত ৮ এপ্রিল থেকে তা কার্যকর হয়।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা ছিল, ওই দিন দুপুরে আইনজীবীদের নির্ধারিত পোশাক (কালো কোট ও গাউন) পরে মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে একটি মামলার শুনানি করেন শফিউল আলম।
শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে তিনি তার চেম্বারের দিকে যাচ্ছিলেন। হঠাৎ জ্ঞান হারিয়ে রাস্তায় লুটিয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে ঢাকা বারের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা ন্যাশনাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ আইনজীবীর মত্যুর পর প্রধান বিচারপতি সহকর্মীদের নিয়ে আলোচনায় বসেন। সে আলোচনার পরই গত বছর ১৩ মে প্রচলিত পরিধাননীতি স্থগিত করে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। গরমের পর আবার প্রচলিত পরিধাননীতি জারি করা হয়।