অনলাইন ডেস্কঃথাইল্যান্ডের ব্যাঙ্ককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। আজ শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে উভর দেশের কর্তৃপক্ষ।ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন নিয়ে শুক্রবার ব্যাঙ্ককে ভারতের পক্ষ থেকে সংবাদ ব্রিফিং করা হয়েছে। এ সময় দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়টিও আলোকপাত করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি বলেন, ‘নিয়মিত বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন গণতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে প্রফেসর ইউনূসের কাছে নিজের ভাবনা ব্যক্ত করেছেন।’বৈঠকের উদ্ধৃতি দিয়ে বিক্রম মিশ্রি আরো বলেন, ‘আশা প্রকাশ করছি যে, সামনে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিশীল বাংলাদেশ দেখতে পারব। এ ক্ষেত্রে নির্বাচন তো বড় ভূমিকা রাখে।
এ সময় শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও প্রশ্ন করা হয়। তবে সেটি নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করলেও বিস্তারিত বলতে চাননি বিক্রম মিশ্রি।
বিক্রম মিশ্রি বলেন, ‘সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানানো হয়েছে। বাংলাদেশ এ বিষয়ে নিজেদের মতো করে ব্যবস্থা নেবে।’