খুলনা অফিসঃ গত ২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখ পূর্ব পরিচয়ের সূত্র ধরে খলিশপুর নয়াবাটি এলাকার ফজলুর রহমান শাওন নামের এক ব্যক্তি ভিকটিমকে খুলনা নগরীর ফুলবাড়িগেট এলাকায় নিয়ে যান। ঐদিন সন্ধ্যায় আড্ডা দেওয়ার সময় চায়ের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে পান করায় এবং ভিকটিমকে তেলিগাতী মধ্যপাড়ার আজগর সরদারের বাড়িতে নিয়ে আসে।সেখানে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে আসামী রুবেলসহ ০৪ জন মিলে পালাক্রমে ধর্ষণ করে। স্থানীয় লোকজন ভিকটিমকে সেখান থেকে উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার বিষয়ে র্যাব-৬, খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।এরই ধারাবাহিকতায় ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কেএমপি খুলনা আড়ংঘাটা থানা এলাকায় উক্ত মামলার আসামীরা পলাতক আছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় উক্তস্থানে অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার মূলহোতা ১। রুবেল(৩২), সাং-তেলিগাতী, থানা-আড়ংঘাটা, জেলা-খুলনা’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে খুলনার আড়ংঘাটা থানায় হস্তান্তর করার হয়েছে।