Wednesday , 2 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে আপন দুই সহোদার ভাই নিহত হয়েছে

খুলনা প্রতিনিধি|
খুলনার ডুমুরিয়ায় উপজেলার সেনপাড়া গ্রামে গতকাল শুক্রবার( ৯ সেপ্টেম্বর )বিকাল আনুমানিক ৪ টায় সময় বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছে , নিহতরা হলেন হাছেন মলঙ্গীর” দুই ছেলে নাজমুল (৩২) ও এনামুল (২৪) ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়  তারা গতকাল বিকেলে পার্শ্ববর্তী বিলে মাছ ধরতে যায়। রাত ৮টা পার হয়ে গেলেও দুই ভাই বাড়ি ফিরে না আসায় অপর ভাই রবি ও তার মা তাদের খুঁজতে বের হয়। এক পর্যায়ে খুজে বিলের মধ্যে মৃত অবস্থায় নাজমুল ও এনামুল কে দেখতে পায়। একসাথে আপন দুই ভাইয়ের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ শনিবার সকাল ১০:৩০ টায় মরহুমদের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে, এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারটিকে শোক সইবার তৌফিক দান করেন। নিহত ব্যক্তিদের জান্নাতুল ফেরদৌস আল্লাহপাক নসিব করুন। আমিন

About Syed Enamul Huq

Leave a Reply