খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়ি তিনটহরী নামার পাড়া এলাকায় হালদার উপ-শাখায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যাবসায়ী আব্দুল আলীমকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (৮অক্টোবর) বিকালে গোপনে খবরের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা। জানা যায় , উপজেলার মানিকছড়ি খালের (হালাদার উপ-শাখা) চেঙ্গুছড়ায় বালু মহাল সরকারীভাবে ইজারা রয়েছে। তাছাড়া অন্যান্য স্থানে বালু উত্তোলন অবৈধ। এ অবৈধভাবে বালু উত্তোলন কাজে ড্রেজার মেশিন ধ্বংস এবং অভিযুক্ত ব্যবসায়ী মো. আবদুল আলিমকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ০৪ধারার অপরাধে ১৫ধারায় শাস্তি হিসেবে ৫০হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার রিফাত আসমা।
তিনি জানান, উপজেলার একমাত্র বৈধ পয়েন্ট ব্যতিত অন্য পয়েন্টে কাউকে অবৈধ পন্থায় বালু উত্তোলন করতে দেয়া হবে না।