Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কোরআনের বাণী

কোরআনের বাণী

অনলাইন ডেস্ক:

দান করে খোঁটা দিও না

ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! খোঁটা ও কষ্ট দিয়ে তোমাদের দানকে (দানের সুফল) নষ্ট কোরো না। সেসব মানুষের মতো যারা লোক দেখানোর জন্য দান করে, অথচ আল্লাহ ও পরকালের প্রতি তাদের বিশ্বাস নেই। …’ (সুরা : বাকারা, আয়াত : ২৬৪)

উত্তম জিনিস দান কোরো

ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! তোমরা যা উপার্জন করো এবং আমি তোমাদের জন্য ভূমি থেকে উত্পাদন করে দিই, তার মধ্যে যা উত্তম তা ব্যয় কোরো। … ’ (সুরা : বাকারা, আয়াত : ২৬৭)

জ্ঞান আল্লাহর অমূল্য দান

ইরশাদ হয়েছে, ‘আল্লাহ যাকে খুশি প্রজ্ঞা দান করেন। যাকে প্রজ্ঞা দান করা হয়েছে, তাকে অনেক কল্যাণ দান করা হয়েছে। জ্ঞানীরাই কেবল উপদেশ গ্রহণ করে।’ (সুরা : বাকারা, আয়াত : ২৬৯)

সুদের পরিণতি ধ্বংস

ইরশাদ হয়েছে, ‘আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং দানকে বৃদ্ধি করেন। আল্লাহ অকৃতজ্ঞ, পাপিষ্ঠদের পছন্দ করেন না।’

(সুরা : বাকারা, আয়াত : ২৭৬)

অন্তরের গোপন কথাও আল্লাহর কাছে গোপন নয়

ইরশাদ হয়েছে, ‘তোমাদের অন্তরে যা রয়েছে তা যদি তোমরা প্রকাশ করো অথবা গোপন করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। …’ (সুরা : বাকারা, আয়াত : ২৮৪)

About Syed Enamul Huq

Leave a Reply