অনলাইন ডেস্কঃ
শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো
ইরশাদ হয়েছে, ‘আর বলে, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাদের খাবার দান করি। আমরা তোমাদের কাছে প্রতিদান চাই না, কৃতজ্ঞতাও নয়।’
(সুরা : দাহর, আয়াত : ৯)
আল্লাহর শাস্তিকে ভয় করো
ইরশাদ হয়েছে, ‘আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের কাছ থেকে এক ভয়ংকর দিনের।’
(সুরা : দাহর, আয়াত : ১০)
আল্লাহভীরুরা কিয়ামতে প্রফুল্ল থাকবে
ইরশাদ হয়েছে, ‘(খাদ্য দান ও আল্লাহকে ভয় করার) পরিণামে আল্লাহ তাদের রক্ষা করবেন সেই দিনের অনিষ্ট থেকে এবং তাদের দেবেন উত্ফুল্লতা ও আনন্দ।’
(সুরা : দাহর, আয়াত : ১১)
ধৈর্যের পুরস্কার জান্নাত
ইরশাদ হয়েছে, ‘আর তাদের ধৈর্যের পুরস্কারস্বরূপ তাদের দেবেন উদ্যান ও রেশমি কাপড়।’
(সুরা : দাহর, আয়াত : ১২)
জান্নাত ভোগ-বিলাসের বিশাল রাজ্য
ইরশাদ হয়েছে, ‘তুমি যখন সেখানে দেখবে, দেখতে পাবে ভোগ-বিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য।’
(সুরা : দাহর, আয়াত : ২০)