Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কোভিড-১৯ ঠাকুরগাঁওয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১শ’তে

কোভিড-১৯ ঠাকুরগাঁওয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১শ’তে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয় দিনে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০০ তে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন ১১৪ জন। এ সময় মৃত্যু হয়েছে আরও পাঁচজনের।
মঙ্গলবার (০৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ৫ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একজন, ৪ জুলাই মারা গেছে সাতজন, ৩ জুলাই মারা গেছে চারজন, ১ জুলাই মারা গেছেন দুজন। নিহতদের প্রত্যেকের বয়স ৪০ থেকে ৭০ বছরের মধ্যে।
সিভিল সার্জন মাহফুজার বলেন, ২৪ ঘণ্টায় জেলায় ২৬৬টি নমুনা পরীক্ষা করে ১১৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় মৃত্যু হয়েছে পাঁচজনের। যাদের মধ্যে তিনজন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে, রংপুর সদর হাসপাতালে একজন ও ঠাকুরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একজন মারা গেছেন।
এ ছাড়া ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৬৪ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় চারজন, রানীশংকৈল উপজেলায় ২১ জন, হরিপুর উপজেলায় সাতজন ও পীরগঞ্জ উপজেলায় ১৮ জন রয়েছেন।
ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৯৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭৪ জন ও মৃত্যুবরণ করেছেন ১০০ জন।

About Syed Enamul Huq

Leave a Reply