Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কোটা নিয়ে আন্দোলন করা আদালতবিরোধী : পররাষ্ট্রমন্ত্রী
--ফাইল ছবি

কোটা নিয়ে আন্দোলন করা আদালতবিরোধী : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
সরকারি চাকরিতে কোটা সরকার বাতিল করেছিল, আদালত বহাল রেখেছেন। কোটা নিয়ে আন্দোলন আদালতবিরোধী বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) প্রেস ক্লাবে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারসাম্যের পররাষ্ট্রনীতি ও বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন’ বিষয়ে আলোচনাসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, আদালতের রায় আদালত হয়েই সমাধান করতে হবে।

ড. হাছান মাহমুদ বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ভারত পণ্য সরবরাহে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করছে, এতে বাংলাদেশেরও উপকার হচ্ছে।
ট্যারিফ পাচ্ছে। ভারতের সহযোগিতায় রেল ও সড়ক পথের উন্নয়ন হচ্ছে।উল্লেখ্য, সম্প্রতি হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা বাতিলে সরকারের পরিপত্র অবৈধ বলে রায় দিয়েছেন। এ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
১ জুলাই থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি চলছে।

About Syed Enamul Huq

Leave a Reply