কোটা আন্দোলনের ৩ সমন্বয়কারীদের সঙ্গে বৈঠকে বসেছে পুলিশ। রবিবার (৭ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পুলিশের উপরমহল থেকে শিক্ষার্থীদের বৈঠকে ডাকা হয়।
শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম প্রতিনিধি হিসেবে বৈঠকে গিয়েছেন। তবে উপরমহলের কারা বৈঠক ডেকেছেন, তা জানা যায়নি।
আন্দোলনের সমন্বয়ক হাসিব-আল-ইসলাম বলেন, আমাদের সব ইউনিটকে শাহবাগে আসতে বলেছি। আমরা এখানেই অবস্থান নেব।
সরকারি চাকরিতে বেতন কাঠামোর ৯ম থেকে ১৩তম গ্রেডে (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির) মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের পক্ষ থেকে ঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির কারণে রাজধানী ঢাকায় এক অচলাবস্থা সৃষ্টি হয়েছে।