Monday , 25 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কৃষকরাই শেখ হাসিনার উন্নয়নের মূল কারিগর : ডেপুটি স্পিকার
--সংগৃহীত ছবি

কৃষকরাই শেখ হাসিনার উন্নয়নের মূল কারিগর : ডেপুটি স্পিকার

অনলাইন ডেস্ক:

কৃষকরাই শেখ হাসিনার উন্নয়নের মূল কারিগর উল্লেখ করে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, কৃষিভিত্তিক অর্থনীতি চাঙ্গা হয়েছে বলেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ এই নীতিকে সামনে রেখে সরকার কৃষকদের উন্নয়নে পদক্ষেপ নিয়েছে।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পাবনা জেলার সাঁথিয়ার পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কৃষক বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। করমজা ইউপি চেয়ারম্যান মো. হোসেন আলী বাগচীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান এবং সাঁথিয়া ও বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানগণ।

কৃষক বিনোদন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক নাটিকা, নারী, পুরুষ ও শিশু কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন গ্রামীণ খেলার ফলে দর্শকদের মাঝে আনন্দঘন পরিবেশ তৈরি করে। বিনোদন অনুষ্ঠান শেষে বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডেপুটি স্পিকার।

About Syed Enamul Huq

Leave a Reply