Friday , 4 April 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কৃষকদের অভিনন্দন জানালেন মমতা ব্যানার্জি
--ফাইল ছবি

কৃষকদের অভিনন্দন জানালেন মমতা ব্যানার্জি

অনলাইন ডেস্ক:

গত শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ভাষণে এই মুহূর্তের সব থেকে বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের ঘোষণা দেন তিনি।

মোদির ঘোষণার পর ভারতের বিভিন্ন অংশ থেকে কৃষক আন্দোলনকে অভিনন্দন জানিয়ে বার্তা দিচ্ছেন নেতারা। এই কৃষক আন্দোলনের অন্যতম সমর্থক ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

দিল্লির সীমান্তে কৃষকদের অবস্থান বিক্ষোভে আন্দোলনকারীদের সঙ্গে কথাও বলেছেন তিনি। গত শুক্রবার বিতর্কিত আইন প্রত্যাহারের কথা ঘোষণার পর তিনি টুইট করে অভিনন্দন জানান প্রত্যেক কৃষককে। এটি কৃষকদের বিজয় বলেও উল্লেখ করেন মমতা।

বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে লড়াইয়ে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি সমবেদনা জানান মমতা ব্যানার্জি।

সূত্র: ডিএনএ ইন্ডিয়া।

About Syed Enamul Huq

Leave a Reply