Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম পুলিশের বৃক্ষ রোপন কর্মসুচি পুলিশের শত প্রজাতির গাছ রোপন

কুড়িগ্রাম পুলিশের বৃক্ষ রোপন কর্মসুচি পুলিশের শত প্রজাতির গাছ রোপন


কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মুজিববর্ষ উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে জেলার সকল পুলিশ ইউনিটে কর্মরত এক হাজার ২৫৪ জন পুলিশ সদস্যর প্রত্যেকেই একটি করে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয় পুলিশ লাইন কুড়িগ্রামে। বুধবার শত প্রজাতির গাছ রোপন কর্মসুচির অনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ও পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রম খামার বাড়ির উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান প্রধান, প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাগন।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, জেলা পুলিশের ১১ থানা ও অন্যান্য ইউনিটে সপ্তাহব্যাপী এই বৃক্ষরেপান কর্মসূচী চলমান থাকবে। এ সময়ের মধ্যে মুজিব বর্ষের বিশেষ কাজ হিসাবে শত প্রজাতির এক হাজার ২৫৪টি গাছ লাগানো হবে। শুধু গাছ লাগিয়ে কর্মসুচির সমাপ্তি ঘটবে না। বরং এ গাছ গুলো পরিচর্যার মাধ্যমে বড় করার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব দেয়া হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply