Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে কলেজ শিক্ষকের হাত কর্তনের ঘটনায় পরিবারের সংবাদ সম্মেলন
--প্রেরিত ছবি

কুড়িগ্রামে কলেজ শিক্ষকের হাত কর্তনের ঘটনায় পরিবারের সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে কলেজ শিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতা আতাউর রহমান মিন্টুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িত মামলার আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। শনিবার দুপুরে সদর উপজেলার কাঠালবাড়ী বাজার সংলগ্ন কলেজ শিক্ষকের বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মিন্টুর পিতা আলতাফ হোসেন, স্ত্রী নওরিন আক্তার, মা আম্বিয়া বেগম, ভাই আশরাফুজ্জামান রাজু ও আফতাবুজ্জামান সাজুসহ পরিবারের অন্যান্য সদস্যরা। সংবাদ সম্মেলনে মিন্টুর পিতা আলতাফ হোসেন বলেন, সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে আমার ছেলে আতাউর রহমান মিন্টুর নিকট চাঁদা দাবী করে আসছিল। পাশাপাশি তার পরিবারের সদস্যদের নানাভাবে হুমকী দিয়ে
আসছিল। এরই এক পর্যায়ে ১৬ মার্চ দুপরে মিন্টু রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পালপাড়ার সড়ক দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আমার ছেলের উপর হামলা চালিয়ে ডান হাতের কবজি কর্তনসহ বাম হাত ও দুই পায়ে কুপিয়ে গুরুতর জখম করে। সে বর্তমানে ঢাকায় গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় রাজারহাট থানায় ১১ জনের নাম উল্লেখ
করে মামলা দেয়া হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আসামীদের দ্রুত গ্রেফতার করে ন্যায় বিচারের দাবী জানান তিনি।
এছাড়াও সংবাদ সম্মেলনে আতাউর রহমান মিন্টুর স্ত্রী নওরিন আক্তার ও মা
আম্বিয়া বেগম এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে সুষ্ঠ বিচার
দাবিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।
উল্লেখ্য গত ১৬ মার্চ দুপুরে জেলার রাজারহাট উপজেলার ছিনাই
ইউনিয়নের পালপাড়া এলাকায় সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার শিকার হন
ছাত্রলীগের সাবেক নেতা মিন্টু। এতে তার ডান হাতের কবজি শরীর থেকে
বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর হাত ও দুই পা গুরুতর জখম হয়। বর্তমানে
মিন্টু ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন
প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গত ১৮
মার্চ মিন্টুর বাবা আলতাফ হোসেন বাদী হয়ে রাজারহাট থানায় সদর
উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের বাসিন্দা মেহেদী হাসান বাঁধনসহ
১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তবে গত চার দিনেও কোনও
আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। আতাউর রহমান মিন্টু জেলা
আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলীর আপন
ভাগিনা।

About Syed Enamul Huq

Leave a Reply