কুষ্টিয়া জেলা প্রতিনিধি :- কুষ্টিয়া মডেল থানার এসআই (নিঃ) মোঃ আব্দুল কুদ্দুস গত ২৫ আগষ্ট দিবাগত রাতে সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাত্রিকালিন জরুরী ডিউটি করাকালিন শহরের চৌড়হাস মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পান যে, বটতৈল ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর একজন লোক অস্ত্র গুলি সহ অবস্থান করছে। এ সংবাদের বিষয়টি অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানাকে অবহিত করলে তিনি এসআই(নিঃ) মোঃ আব্দুল কুদ্দুসকে ও জগতি পুলিশ ক্যাম্পের টহল পার্টির ইনচার্জ এএসআই(নিঃ) মোঃ জাকির হোসেনকে একসাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে তারা উভয়ই সঙ্গীয় ফোর্সসহ রাত আড়াটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন লোক ডান হাতে থাকা একটি কালো রংয়ের কাপড়ের তৈরী স্কুল ব্যাগ নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে। তার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে তার মোঃ লিটন হোসেন ওরফে হাঁস লিটন (৪৭), পিতা-মৃত আঃ জলিল ড্রাইভার, সাং-বিরামপুর কালীতলা, থানা-কোতয়ালী, জেলা-যশোর বলে জানায়। পুলিশ তার স্কুল ব্যাগ তল্লাশি করে ১টি কালো রংয়ের দেশীয় তৈরি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি পেয়ে স্কুল ব্যাগসহ জব্দ তালিকা মূলে জব্দ করেন। সুত্রে জানা যায় গ্রেফতারকৃত লিটন হোসেনের বিরুদ্ধে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার মামলা দায়ের হয়েছে। যার নং-৩৬, তারিখ-২৬/০৮/২০২০ ইং