Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় জমি জালিয়াতির ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

কুষ্টিয়ায় জমি জালিয়াতির ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি : 
জালিয়াতির মাধ্যমে অন্যের জমি বিক্রির ঘটনায় বহুল আলোচিত কুষ্টিয়ার যুবলীগ নেতা আশরাফুজ্জামান সুজনকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(০৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার লাহিনী এলাকায় শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।কুষ্টিয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান আতিক এ তথ্য নিশ্চিত করে জানান, গত দুদিন ধরে সুজনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছিল পুলিশ। গ্রেপ্তার এড়াতে সুজন আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।জানা যায়, একটি চক্র ভুয়া জাতীয় পরিচয় পত্র তৈরী করে কুষ্টিয়া শহরের নবাব সিরাজদ্দৌলা সড়কের বাসিন্দা এম এম ওয়াদুদের প্রায় ৩ কোটি টাকা মূল্যের ২২ শতক জমি বিক্রি করে দেন। পাশাপাশি ওই চক্র এম এম ওয়াদুদের দোতলা বাড়িসহ আরো একটি সম্পত্তি একই কায়দায় বেচে দেওয়ার চেষ্টা করছিল। এই চক্রের প্রধান হোতা হিসেবে নাম ওঠে আসে কুষ্টিয়া শহর যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান সুজনের।ঘটনা প্রকাশ্যে আসলে গত রবিবার কুষ্টিয়া শহর যুবলীগের কমিটি বিলুপ্ত করে দেয় কেন্দ্রিয় যুবলীগ। পরে এম এম ওয়াদুদ বাদি হয়ে হয়ে কুষ্টিয়া মডেল থানায় সুজনসহ ১৭ জনকে আসামী করে একটি মামলা করেন। এর আগে পুলিশ মামলার ৫ আসামীকে গ্রেপ্তার করেছে।

About Syed Enamul Huq

Leave a Reply