কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি),’র অভিযানে ১৭০ বোতল ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে। জানা যায়,কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীরের নির্দেশনায় ইন্সপেক্টর মোঃ বেলাল হোসেনের নের্তৃত্বে একটি বিশেষ অভিযানিক দল বুধবার ১১ ই আগস্ট সকাল ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া দৌলতপুর থানার মথুরাপুর ইউনিয়নের গোবরগাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ১৭০ বোতল ফেন্সিডিলসহ
গোবরগাড়া গ্রামের মৃত হারান মন্ডলের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ সুরুজ মন্ডল (৫০) কে নিজ বসতবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসায়ী যতবড় শক্তিশালীই হোক তাকে আইনের আওতায় আনা হবে।