সরাইল প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আদালতের নির্দেশে বিভিন্ন স্থাপনা উচ্ছেদের পর মোছা. আদর চাঁন বিবি’র জমি বুঝিয়ে দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা। সোমবার (২নভেম্বর) সকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউপির ইসলামাবাদ গ্রামে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর সঙ্গে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট দফতরের লোকজন ছিলেন। এসময় বেকু মেশিনে সেই জমিতে থাকা বিভিন্ন স্থাপনা ভেঙে সরিয়ে দেয়া হয়। পরে আদর চাঁন বিবিকে আদালতের নির্দেশনা মোতাবেক তার জমি বুঝিয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।জানা গেছে, আদর চাঁন বিবি জেলা সদর উপজেলার নাটাই এলাকার আবদুল আওয়ালের স্ত্রী। তার বাবার বাড়ি সরাইলের ইসলামাবাদ গ্রামে। অনুমান ২২ বছর আগে আদর চাঁন বিবির পৈতৃক সম্পত্তির ১৫ শতক জমি স্থানীয় রফিকুল ইসলামের কাছে বিক্রি করেন তার ভাইয়েরা। বিষয়টি জেনে বাবার স্মৃতি ধরে রাখতে আদর চাঁন বিবি সেই জমি ফেরত চান রফিকুল ইসলামের কাছে এবং তার টাকা ফেরত দিতেও রাজি হন আদর চাঁন। কিন্তু রফিকুল ইসলাম এতে রাজি হননি। পরে এ জমি ফেরত পেতে বিগত ১৯৯৯ সালে আদালতে পেনশন মামলা দায়ের করেন আদর চাঁন বিবি। অবশেষে ২২ বছর পর আদালতের নির্দেশে বাবার স্মৃতি জমি ফিরে পান আদর চাঁন বিবি। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা জানান, আমরা বিজ্ঞ আদালতের নির্দেশনা পালন করেছি। আদালত যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন সেভাবে আমরা উচ্ছেদের পর আদর চাঁন বিবিকে তার জায়গা বুঝিয়ে দিয়েছি।