Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

কুষ্টিয়া সরকারি হাসপাতালের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে

আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া প্রতিনিধি:
 কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ঠ সরকারি জেনালের হাসপাতালে আজ সবাই স্বাধীন এমন মন্তব্য রোগীদের মাঝে। বহির্বিভাগ থেকে শুরু করে কনসাল্টেন পর্যন্ত তাদের খেয়াল খুশি মত রোগী দেখছেন। নিয়ম নীতি এবং সরকারি নির্দেশনা থাকলেও তারা নিজেদের মতই কাজ করে যাচ্ছেন। হাসপাতালটির অথিরাইজ নিস্ক্রীয় যার ফলে ভেঙে পড়েছে চেইন অব কমান্ড । হাসপাতালের কর্মরত সবাই আজ স্বাধীন।ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, অধিকাংশ কনসালেন্টন এবং বহির্বিভাগের চিকিৎসকেরা রোগী দেখা নিয়ে চলছে গাফলতি এবং অসাদারাচান। যেমন তেমন ভাবে রোগী দেখে কনসালেন্ট এবং চিকিৎসকেরা রোগীকে তার নিজেস্ব বানিজ্যিক চেম্বারে যাওয়ার জন্য ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। আর্তমানবতার সেবা বলে থাকলেও আজ তা বানিজ্যিক সেবাই পরিনত করেছে।সম্প্রতি কালে এক রোগীর বিনা চিকিৎসায় মুত্যুর অভিযোগ উঠেছে । শুধু চিকিৎসক বা কনসাল্টেন ই স্বাধীন নয় স্বাধীন দায়িত্বরত সেবিকারাও। রোগীর স্বজনরে এবং রোগীদের সাথে তারা সব সময়ই উচ্চবাক্য করে থাকে। দিনের বেলায় ঢিলে ঢাকা স্বাধীন থাকলেও ঐসব সেবিকা ও চিকিৎসকরা রাতে বেলার পুরো স্বাধীন। যদি চেইন অব কমান্ড থেকেই থাকে তাহলে কেন তারা স্বাধীন এমন প্রশ্নই রোগীর স্বজনদের।

About Syed Enamul Huq

Leave a Reply