Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডে কৌসিক, ১০ নং ওয়ার্ডে জগৎ,১২ নং ওয়ার্ডে আনিস, ২১ নং ওয়ার্ডে ইসলামের বিজয়

আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া প্রতিনিধি 
 স্থানীয় সরকার পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে কুষ্টিয়া জেলায় কুমারখালী,কুষ্টিয়া,মিরপুর,ও ভেড়ামারা সহ ৪টি পৌরসভায় ১৬ জানুয়ারী শনিবারে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কুষ্টিয়া পৌরসভার  ৮ নং ওয়ার্ডে সেখ কৌসিক আহমেদ, ১০ নং ওয়ার্ডে কিশোর কুমার ঘোষ জগৎ, ১২ নং ওয়ার্ডে আনিসুর রহমান ,ও ২১ নং ওয়ার্ডে মোঃ ইসলাম সেখ  জনগনের ভোটের মাধ্যমে কাউন্সিলর হিসেবে বিজয়ী হন।বিজয়ীদের মধ্যে কোন ওয়ার্ডে কত ভোট, কে কার সাথে কত ভোটে প্রতিদ্বন্দিতা করে জয়যুক্ত হয়েছেন তা নিচে উল্লেখ করা হলো ঃ (১)  কুষ্টিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সেখ কৌসিক আহমেদের পাঞ্জাবী মার্কা প্রতিকে ভোট পেয়েছে ১৯৯৬ টি এবং নিকটবর্তী প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম  উটপাখি মার্কায় ভোট পেয়েছে ১১৫০ টি।এতে ৮৪৬ টি ভোট বেশি পেয়ে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয় সেখ কৌসিক আহমেদ। (২) কুষ্টিয়া পৌরসভার ১০ নং ওয়ার্ডের কিশোর কুমার ঘোষ জগৎ উটপাখি মার্কা প্রতিকে ভোট পেয়েছে ১৭২৮ টি এবং নিকটবর্তী প্রতিদ্বন্দী প্রার্থী গোলাম মোস্তফা লাভলু পাঞ্জাবী মার্কায় ভোট পেয়েছে ১৬১২ টি।এতে ১১৬ টি ভোট বেশি পেয়ে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয় কিশোর কুমার ঘোষ জগৎ। (৩) কুষ্টিয়া পৌরসভার ১২ নং ওয়ার্ডের মোঃ আনিসুর রহমান (আনিস) টেবিল ল্যাম্প মার্কা প্রতিকে ভোট পেয়েছে ১০৬৬ টি এবং নিকটবর্তী প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ ইসারুল সেখ  ব্লাকবোর্ড  মার্কায় ভোট পেয়েছে ৯১২ টি।এতে ১৫৪ টি ভোট বেশি পেয়ে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয় মোঃ আনিসুর রহমান (আনিস)।(৪) কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের মোঃ ইসলাম সেখ ব্রিজ মার্কা প্রতিকে ভোট পেয়েছে ২৩৭৫ টি এবং নিকটবর্তী প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ আশাদুর রহমান (আশা) পানির বোতল মার্কায় ভোট পেয়েছে ২৩৩৭ টি।এতে ৩৮ টি ভোট বেশি পেয়ে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয় মোঃ ইসলাম সেখ।

About Syed Enamul Huq

Leave a Reply