Thursday , 21 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়া চিনিকল শ্রমিক-চাষীদের ৫ দফা দাবীতে মানববন্ধন

কুষ্টিয়া চিনিকল শ্রমিক-চাষীদের ৫ দফা দাবীতে মানববন্ধন

আকরামুজ্জামান আরিফ কুষ্টিয়া :- 
আখচাষী বাঁচাও,শ্রমিক বাঁচাও,মিল বাঁচাও,হটাও দালাল,বাঁচাও মিল,মুজিব বর্ষের এই অঙ্গীকার নিয়ে কুষ্টিয়া জগতি সুগার মিলে চিনিশিল্পের চলমান পরিস্থিতি ও শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন সহ চিনিকল বন্ধের প্রক্রিয়ার প্রতিবাদে ৫ দফা দাবী প্রসঙ্গে সুগার মিলের শ্রমিক ও আখ চাষীদের যৌথ উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ৷ শনিবার সকাল ১১ টা চিনিকলের পাশে বাইপাস সড়কে বাংলাদেশ চিনিশিল্প করর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ডাকে সারা দিয়ে জগতি সুগার মিলের আখ চাষী নেতা, শ্রমিক ও আখ চাষীদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় ৷ উক্ত মানববন্ধন থেকে নেতা-কর্মীরা ৫ দফার ডাক দেন । সেগুলো হল-(১) চিনিকলে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের ৫/৬ মাসের বকেয়া বেতনসহ সকল পাওনাদি এবং অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের গ্রাচ্যুইটির টাকা পরিশোধ করা। (২) চিনিকল বন্ধের প্রক্রিয়া বাতিল করা। (৩) আসন্ন মাড়াই মৌসুম (২০২০-২০২১) এর পূর্বে যাবতীয় মালামাল সরবরাহ করা। (৪) আখ উৎপাদনের স্বার্থে সার, বীজ ও কীটনাশকসহ জরুরী উপকরণসমূহ সরবরাহ করা। (৫) আখ চাষীদের আখের মূল্য পরিশোধ করা।উক্ত আন্দোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আখ চাষী ফেডারেশনের যুগ্ন-সাধারণ সম্পাদক-মোনিরুজ্জামান (আতু), ফারুক হোসেন- সভাপতি কুষ্টিয়া সুগার মিল শ্রমিক ইউনিয়ন , আনিসুর রহমান – সাঃসম্পাদক কুষ্টিয়া সুগার মিল শ্রমিক ইউনিয়ন,সহ-সভাপতি-সুমন আহম্মেদ কুষ্টিয়া শ্রমিক-ইউনিয়ন, আলম মালীথা, সভাপতি- আখ চাষী ইউনিয়ন কুষ্টিয়া সুগার মিল ৷ উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন,রেনউইক যঞ্জেশ্বরের শ্রমজীবি ইউনিয়নের সভাপতি-সেলিম রেজা (রিপন), জাফর ইকবাল- সাঃসম্পাদক, শফিকুর রহমান-যুগ্ন-সাঃসম্পাদক, জগতি পুলিশ ক্যাম্পের এস,আই মেহেদী হাসান, এ,এস,আই জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্স সভায় উপস্থিত ছিলেন ৷বিশ্বস্ত সূত্রে জানা যায়,আসন্ন মাড়াই মৌসসুমে বেশ কয়েকটি চিনিকলের মাড়াই বন্ধ রাখার প্রক্রিয়া চলছে । এতে করে শ্রমিক – কর্মচারীগণ বেকার হয়ে পড়বে।তাদের একমাত্র জীবিকার পথ বন্ধ হয়ে যাবে । ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন আখচাষীগণ । সকলের জীবন- জীবিকার সমস্যা দূরীকরণের লক্ষ্যে সিবিএ নেতাগণ মাননীয় প্রধান মন্ত্রীর নিকট রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এ চিনিশিল্পকে বাঁচানোর আহবান জানান । মানববন্ধনে জগতি সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সাঃসম্পাদক আনিসুর রহমান বলেন যে ৫ দফা দাবি পেশ করা হয় তা মানা না হলে এই আন্দোলন থেকে আরো কঠোর থেকে-কঠোরতম কর্মসূচীর ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন ৷ তিনি আরো বলেন যে, যদি আমাদের পেটে কেউ লাথি মারার চিন্তা করে তাইলে সেটা বিথা যাবে ৷ প্রয়োজনে আমরা শ্রমিক-চাষীদের নিয়ে রাজপথে নামবো ৷

About Syed Enamul Huq

Leave a Reply