Friday , 22 November 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় র‍্যাবের ফেব্রুয়ারী মাসে অভিযানে ৩২ টি মামলা ও বিপুল পরিমান আলামত সহ ৪১ জন গ্রেফতার

কুষ্টিয়ায় র‍্যাবের ফেব্রুয়ারী মাসে অভিযানে ৩২ টি মামলা ও বিপুল পরিমান আলামত সহ ৪১ জন গ্রেফতার

কুষ্টিয়া প্রতিনিধি : র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামান এর নেতৃত্বে ফেব্রুয়ারী ২০২১ ইং তারিখ ১ মাসে  জেলার বিভিন্ন অঞ্চলে অপারেশন কার্যক্রম পরিচালনা করে ২ টি ওয়ান শুটারগান পিস্তল, ৬ রাউন্ড অস্ত্র কার্তুজ,২২৬১ পিছ ইয়াবা ট্যাবলেট, ৮৮ গ্রাম হেরোইন,১৫ কেজি গঁাজা,৮৪৭ বোতল ফেন্সিডিল,১৭৫০০ জাল টাকা,সহ অন্যান্য মাদক সামগ্রী উদ্ধার সহ ৩২ টি নিয়মিত মামলা দায়ের করেছে এবং ৪১ জন আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। র‍্যাবের দেওয়া তথ্যসূত্রে জানা যায়, অস্ত্র ওয়ান শুটারগান-০২টি১টি ২ জন জিডি মূলে হস্তান্তর -১টি, কার্তুজ ৬ রাউন্ড, অস্ত্র মামলা-১টি, ইয়াবা ট্যাবলেট ২২৬১ পিছ সহ ১০ জন,হেরোইন ৮৮ গ্রাম সহ ১ জন, গঁাজা ১৫ কেজি সহ ৩ জন, ফেন্সিডিল ৮৪৭ বোতল সহ ৭ জন,জাল টাকা ১৭৫০০/- সহ ১ জন বিশেষ  ক্ষমতা আইনে মামলা হয়েছে। এ ছাড়াও বিদেশী মদ ১ বোতল,  বিয়ার ৫ ক্যান, দেশীয় চোলাইমদ ৪০ লিটার সহ ১ জন,টাপেন্টাডল ট্যাবেলট১২৫০ পিছ সহ ২ জন, ভূয়া চাকুরী দেওয়া নামের প্রতারক চক্রের সদস্যদের’কে গ্রেফতারভূয়া নিয়োগপত্র-৪০০টি সহ ৪ জন র‍্যাব সহায়তা (সিভিল বাদী)ছিনতাকরাী চক্রের সদস্য’কে গ্রেফতার,ধারালো চাকু-০২টি।ভূয়া ডিবি পুলিশ ও মলম পার্টির সক্রিয় সদস্য গ্রেফতার খেলনা পিস্তুল-১টি, ভূয়া টর্চ লাইট- ১টি, বাঁশি-১টি, আইডি কার্ড- ২টি, পেথিডিন ইঞ্জেকশন ৩৭টি সহ ১ জন, জুয়ারী তাস ৩ বান্ডিল সহ ১০ জন, ভীকটিম উদ্ধার ১ জন ভিকটিম উদ্ধার ১ জন সদর থানায় জিডি মূলে হস্তান্তর,  মোবাইল কোর্ট২টি, ১৭টি অবৈধ ইটভাটাকে সর্বমোট ৬৩,০০,০০০/- লক্ষ টাকা জরিমানা পূর্বক অব্যাহতি প্রদান করা, মোবাইল ফোন ৫১টি, সীমকার্ড ৮৯ টি, নগদ টাকা ২৯৬০/-,মোটরসাইকেল ১টি সর্বমোট মামলার সংখ্যা ৩২টি মামলা রুজু হয়েছে এবং সর্বমোট-৪১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অস্ত্র-২, মাদক-২৫, জুয়ারী-১০,র‍্যাব সহায়তা-৪, সর্বমোট-৪১ জন আসামী’কে গ্রেফতার করা হয়েছে এবং ১জন ভীকটিম’কে উদ্ধার করা হয়েছে। মামলা-২০২১ ইং মাসে মোট অপারেশনের সংখ্যা-৩২টিমামলা রুজু হয়েছে – ৩২টি। অস্ত্র – ১টি। (জিডি মূলে ১টি)মাদক মামলা – ২২টি।জুয়া আইনে – ১টি।মোবাইল কোর্ট – ২টি।বিশেষ ক্ষমতা আইনে – ১টি।ভিকটিম উদ্ধার – ১টির‍্যাব সহায়তা (সিভিল বাদী) -৩ টি অস্ত্র আসামী – ২জন।

About Syed Enamul Huq

Leave a Reply