কুষ্টিয়া প্রতিনিধি : র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি বিশেষ অভিযানিক দল ১১ মার্চ বৃহস্পতিবার ২০২১ ইং তারিখ সন্ধ্যা ৭ টআর সময়‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন প্রাগপুর এলাকায় সাহাবুল মন্ডলের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে-১০ বোতল,ফেন্সিডিল যার আনুমানিক মুল্য ১০,০০০/- (দশ হাজার), ২ কেজি গঁাজা-, যার আনুমানিক মূল্য ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম (৫০), পিতা-মৃত রওশন খন্দকার, সাং-প্রাগপুর (মহাজের পাড়া), থানা-দৌলতপুর, জেলা- কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায়সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে র্যাব-১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামান বলেন,এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখেমাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশনিন।